বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

ব‌রিশাল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সুলতানা বেগম (২২) নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও দুই বছরের ছেলে আহত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উজিরপুর উপজেলার আটিপাড়া সড়ক ও  এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা বেগম (২২) শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌ‌কিদারের স্ত্রী। এছাড়া আহতরা হলেন- স্বামী রাজু চৌকিদার (২৭) ও তাদের ছেলে আয়ান (২)।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) শেখ বেল্লাল হোসেন জানান, হতাহতরা শ‌রিয়াতপুর থেকে মোটরসাইকেলযোগে কুয়াকাটা যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সড়কের সংযোগস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।